News & Events
মাদরাসা খোলার বিষয়ে ঘোষণা

শুকরিয়ার সাথে সকল শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মহলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া গত ১৫ জুন খোলা হয়েছে এবং ১৬জুন ২০২৫ রোজ সোমবার থেকে যথারীতি মাদরাসার সকল ক্লাস, শিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক কাজকর্ম পূর্বের নিয়ম অনুযায়ী আনযাম দিয়ে আসছে । আলহামদুলিল্লাহ।

অতএব, সকল শিক্ষার্থীকে প্রতিনিয়ত উপস্থিত থেকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা যাচ্ছে।

আল্লাহ তা'আলা আমাদের সবাইকে দায়িত্বশীলতার সাথে দ্বীনি শিক্ষার পরিবেশ বজায় রাখার তাওফিক দান করুন। আমীন।

FEATURED CONTENT

The hallmark features of Darul Arqam Al Islamia encompass unparalleled infrastructure, an esteemed faculty roster, outstanding academic achievements, exceptional co-curricular provisions, and innovative student initiatives.