গরীব মেধাবী ছাত্রের খাবার বাবদ

রাসুল সাঃ মদিনায় হিজরত করার পর পরই মসজিদ নির্মাণের উদ্দেশ্যে স্থায়ী জায়গা খোঁজা শুরু করেন । একপর্যায়ে তাঁর ঘোড়া বনি নাজ্জার গোত্রের দুই ইয়াতিমের একটি খেজুর শুকানোর জায়গায় এসে বসে পড়ে । রাসুল সাঃ বললেন এখানেই মসজিদ নির্মাণ হবে, তোমরা বলো এই জায়গার মূল্য কত ? জায়গার মালিক দুই ইয়াতিম ও তার অভিভাবককে ডেকে আনা হল , তারা জায়গার মূল্য নিতে চাইলেন না বরং দান করতে চাইলেন কিন্ত রাসুল সাঃ ন্যায্য মূল্য দিয়েই কিনবেন , তাই রাসুল সাঃ তাদের কাছ থেকে বিনা মূল্যে জায়গা নিলেন না বরং ন্যায্য মূল্য দিয়েই তাদের কাছ থেকে জায়গা কিনে নিলেন । জায়গার মূল্য ছিল দশ দিনার । রাসুলের পক্ষ থেকে হযরত আবু বকর রাঃ এই মূল্য পরিশোধ করে ছিলেন। কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে যত ইবাদত ও নেক আমল হবে তার সওয়াব পেতে থাকবেন হযরত আবু বকর রাঃ । সুবহানাল্লাহ!

প্রিয় দ্বীন দরদী ভাই ও বোনেরা !
রাসুল সাঃ এর পদাঙ্ক অনুসরণ করে আমরাও চাই দারুল আরকামের মসজিদ মাদরাসা প্রকল্পের জন্য জায়গা ক্রয় করতে আর আবু বকর রাঃ মত এতে অংশগ্রহন করবে দ্বীন দরদী সাধারণ মুসলমান ভাই ও বোনেরা । যারা কিয়ামত পর্যন্ত এই মসজিদ মাদরাসায় যত ইবাদত, কুরআন তেলাওয়াত ও নেক আমল হবে তার সওয়াব পেতে থাকবে।

Our Donors:

Share This: